আমরা মেয়েরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোশাক পড়ে থাকি , কখনো পরিবেশের কারণে কখনো বয়সের কারণে আবার কখনো শখের বশে। কিন্তু অনেকে ভুল করে থাকেন একটা জায়গায় আর সেটা হলো সব পোশাকের নিচে পরে নিচে পড়েন একই ধরনের আন্ডার গার্মেন্টস। যার কারণে আপনার ব্রেস্টের সেপ দেখায় বেঢপ , কখনো কখনো দেখা যায় স্ট্রীপ তার সাথে অস্বস্তি তো থাকছেই। কিন্তু আমরা চাইলেই পোশাক অনুযায়ী বিশেষ আন্ডার গার্মেন্টস পরতে পারি এবং রিলাক্স থাকতে পারি
চলুন জেনে নেওয়া যাক কোন পোশাক এর নিচে কি ধরনের আন্ডার গার্মেন্টস পরবেন:
১) কুত্তা কামিজ:
এ ধরনের পোশাকের বুকের অংশ সাধারণতঃ টাইট হয় এতে বেগুনভর্তা হওয়ার চান্স বেশি তাই কামিজের নিচে পড়বেন push-up আন্ডার গার্মেন্টস। এই আন্ডার গার্মেন্টস নিচের দিকে হালকা প্যাড ব্যবহার করা হয়, যাতে বিবি খানিকটা উঁচু দেখায়। আর বেগুন কেউ অনেকটা কমলা দেখাই।
২) শাড়ি-ব্লাউজ:
আধুনিক কিছু ব্লাউজে ফম লাগিয়ে কাপ করা থাকে এ ধরনের ব্লাউজের নীচে আন্ডার গার্মেন্টস পড়ার প্রয়োজন নাই , আর নরমাল কাপড়ের ব্লাউজ এর নিচে পড়বেন প্যাডেড আন্ডার গার্মেন্টস, আপনার ব্লাউজের গলা কতটা ডিপ কতটা নিচের দিকে কাটা তার ওপর নির্ভর করবে- হাফ কাপ ,ফুল কাপ, সেমি কাপ, কোন আন্ডার গার্মেন্টস টা নিবেন? বোল্ড কাটিং ব্লাউজ এর জন্য ডেমি কাপ আন্ডার গার্মেন্টস পারফেক্ট।
৩) ফিটিং t-shirt
বডি ফিটিং বা টাইট টি শার্টের নীচে আন্ডার গার্মেন্টস পরা অতি জরুরী, নয় চন্দ্রবিন্দু বোঝা যাওয়ার সমস্যায় পড়বেন। টি শার্টের নীচে এমন আন্ডার গার্মেন্টস পরতে হবে যাতে টি শার্টের উপর থেকে ব্রা এর আকার আকৃতি বোঝা না যায়! এ ধরনের আন্ডার গার্মেন্টস এর নাম সিমলেস ব্রা। এই আন্ডার গার্মেন্টস এর আলাদা আউটলাইন বা সেলাই থাকে না সে কারণে বডি ফিটিং টি শার্টের নিচে পড়তে পারেন, ব্রা লাইন দেখা যাবেনা চন্দ্রবিন্দু ও বোঝা যাবেনা।
৪) স্কুলড্রেস:
স্কুলে আন্ডার গার্মেন্টস পরার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট বিবি আপুদের পড়া উচিত টিনেজ আন্ডার গার্মেন্টস অথবা সেমিজ আন্ডার গার্মেন্টস তবে একটু বড়োসড়ো আপুদের পড়তে হবে মিনিমাইজার আন্ডার গার্মেন্টস অথবা স্পোর্টস ব্রা। আপনার বিবি আঁটোসাঁটো করে রাখে এই ধরনের আন্ডার গার্মেন্টস স্কুলের পরিবেশে যা খুব জরুরী।
৫) ব্যাকলেস ড্রেস:
সম্পূর্ণ পিট দেখানো ড্রেস পরতে চাইলে নিচে এমন আন্ডার গার্মেন্টস পরতে হবে যার স্ট্র্যাপ নাই ব্যান্ড ও নাই। এর জন্য আছে স্টিক ওন আন্ডার গার্মেন্টস, এই আন্ডার গার্মেন্টসএ না থাকে ব্রান্ড না থাকে স্ট্র্যাপ আটার মাধ্যমে বিবিতে লাগানো থাকে। শুধুমাত্র দুই টা কাপ দিয়ে বেবি বিশেষ করে চন্দ্রবিন্দু ঢাকা থাকে।
তো পাঠক : এই ছিল আমাদের আজকের আন্ডার গার্মেন্টস সংক্ষিপ্ত ছোট্ট একটি প্রতিবেদন, এই সিরিজের আরো খুঁটিনাটি পোস্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এপিসোডে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন ধন্যবাদ।