এই ৭টি টিপস মানলে শাড়িতে আপনাকে দেখাবে স্লিম
মোটা বলে অনেকেই শাড়ি পরতে অস্বস্তি বোধ করেন। ভাবেন শাড়ি পরলে বোধ হয় আরো মোটা লাগবে!
আপনাকে স্লিম দেখাচ্ছে কি মোটা লাগছে, আরো খাটো লাগছে কি লম্বা দেখাচ্ছে- এর সবকিছু নির্ভর করে শাড়ি পছন্দের ওপর।
শাড়িতে স্লিম ও আকর্ষনীয় দেখাতে চাইলে যা করবেন
১. শাড়ির পাড় :
যাদের উচ্চতা কম, তাদের মোটা পাড়ের শাড়ি এড়িয়ে চলা উচিত। একটু মোটাসোটা বা খাটো নারীদের চিকন পাড় বা পাড়বিহীন শাড়ি পরাই ভালো হবে। এতে করে তাকে আরো বেশি খাটো বা মোটা লাগবে না।
২. ব্লাউজের কারুকাজ :
কারুকাজ করা ভারী শাড়ি পরলে ব্লাউজ পরুন সাধারণ। ভারী কাজের ব্লাউজ পরলে ওজন বেশি দেখায়। স্ট্রেইট কাটের থ্রিকোয়ার্টার ব্লাউজ পরতে পারেন।
৩. ছোট প্রিন্ট :
হালকা এবং ছোট ছোট নকশা প্রিন্ট করা শাড়ি পছন্দ করুন। বড় মাপের প্রিন্ট আপনাকে মোটা বানিয়ে দেবে।
৪. কাপড়ের ধরন :
হালকা ধরনের কাপড়ের শাড়ি পরুন। যেমন সফট সিল্ক, ক্রেপ সিল্ক বা জর্জেট। অফিস বা অন্য কাজের জায়গায় অনায়াসে পরতে পারেন এসব শাড়ি। উৎসব বা পার্টিতে ভারী শাড়ি পরতে চাইলে তসর সিল্ক বা সিল্ক বেনারসি পরতে পারেন।
৫. বড় হাতার ব্লাউজ :
স্টাইলিস দেখাতে স্লিভলেস ব্লাউজ পরতে পারেন। কিন্তু এতে আপনি স্থূলকায় হলে আরো বেশি স্থূল দেখাবে। তাই অবশ্যই বড় হাতার ব্লাউজ বেছে নিতে হবে।
৬. পরনের ধরন :
শাড়ির রং, নকশা এবং কাপড় অনুযায়ী পরার স্টাইল বদলাতে হবে। যদি একটু আঁটোসাঁটো করে দেহে জড়িয়ে নেন, তবে স্লিম দেখাবে।
৭. গাড় রং ব্যবহার করুন :
সব নারীকে কিন্তু কালো রংয়ে স্লিম দেখায়। কেননা এমন গাড় রং আপনার দেহের আসল গড়ন চোখের আড়াল করে দেয়। তাই মোটার ধাঁচ থাকলে অবশ্যই গাড় রংয়ের শাড়ি পরুন।